মা দূর্গা এলে
সকল শান্তির জাগে আশ,
মা দূর্গা এলে
ধরার অসুর সব হয় নাশ।
মা দূর্গা তুমি এলে
সকলের মন থাকে ভালো,
তুমি কাটাও
সকল ঝঞ্ঝা আঁধার- কালো।
মা দূর্গা তুমি
আছো মোর মনে,
তুমি বছর ঘুরে আসলেও
তোমায় পূজা করি প্রতি ক্ষণে ক্ষণে.....
উৎসর্গঃ সকল সনাতন ধর্মাবলম্বী মানুষের প্রতি