মা কি দিয়ে শোধ করব তোমার ঋণ
তোমার চিন্তায় আসে নাকো মম চোখে নিন্,
যতই তোমায় কষ্ট দেই ততই টেনে নাও বুকে
বিধাতার কাছে কেন অর্চনা করো থাকে যেন মোর পোলা সুখে।
.
মা তুমি এ্যাত্ত  কষ্ট সহ্য কেমনে করো আমার জন্য
তবু তোমার ভালবাসার ঘরে  হয় না কেন দৈন্য?
আমি লালায়েক অধম মাগো
বারংবার দিয়েছি তোমায় কষ্ট
আমার প্রতি একটুও কেন হও না আড়ষ্ট।
.
মা এই যানজটের শহরে থাকা বড় দায়
বাবা খেতে আয় এই বলে কেউ নাহি ডাকায়,
মা কেমনে তোমায় ভুলে থাকি,
অট্রালিকার পাহাড় নেই গাছ- গাছালি পাখি।
.
মা নেই তোমার হাতের রান্না
ম্যাচের খাবার ভাল লাগে না
দুচোখে জুড়ে আসে কান্না,
রুম ছোট্ট থাকি গাদাগাদি করে
কবে জানি ব্যাগ - ট্যাব হারিয়ে যায় আছি সেই ডরে।
.
এই শহরের বুকে টাকা ছাড়া কেউ নেই আপন
এখনো কোন মানুষের মাঝে হয়নি আমার ভালবাসার বীজ বপন,
মা তোমায় বড্ড করছি মিস্
দোয়া করো সতত দিও ভালবাসা আশিষ?