লুতুপুতু প্রেম চলছে
ফেসবুকে!
যৌবনের কথা বলি
যৌনতার সুখে।

লুতুপুতু প্রেম
যৌনতার বাচ্চা!
লুতুপুতু প্রেমে ক্ষান্ত
যুবক- যুবতী কথা কি সাচ্চা?