হে লগ্ন কোন শুভ লগ্ন
কি তোমার নেই?
নাকি কাজের চাপে
হারিয়েছো খেই।

হে লগ্ন তুমি বচন দিয়েছো
করবে কবিতা আবৃত্তি,
হয়তো, সেই কবিতা হবে
আমার জীবনের সেরা স্মৃতি।

হে লগ্ন তোমার বচনের
রেখ সম্মান,
বারংবার বিরক্ত করে
তোমায় করতে চাই না অপমান।

হে লগ্ন বড্ড আশা ছিল
তোমার কন্ঠে কবিতা'র জীবন হবে পূর্ণ,
আমায় হতাশ করিও না
মন ভেঙে করো না চূর্ণ.....

- ফাইয়াজ ইসলাম ফাহিম


31/07/2023
9:41 pm