লকডাউন চলছে
চলবে না গাড়ি,
লকডাউন চলছে
রাস্তায় বের হলে
পুলিশের বাড়ী্।
লকডাউন চলছে
ধনী,চাকুরিজীবীদের কি পেট জ্বলছে?
লকডাউন চলছে
গরীবের পেট গলছে!
লকডাউন চলছে
ধনীর সম্পদ নিয়ে
গরীব কে দিন,
তবেই লকডাউন ঠিক হবে
চলবে গরীবের কিস্তি-ঋণ।
লকডাউন চলছে
আরো লকডাউন দিন,
করোনা ভাইরাস দূর হোক
সঙ্গে ধনীদের গোলা হোক স্বাধীন....