লকডাউন দিয়ে কি লাভ
লকডাউনে গরিব মরছে,
ধনীর বাড়ছে
টাকার তাপ!

লকডাউন গরিব মারার অস্ত্র
ধনীর আর কি হবে,
ওদের সব আছে
টাকা - পয়সা, বস্ত্র।

লকডাউন তুলে নে রাষ্ট্র
গরিব বাঁচা,
তুলে নে লকডাউনের
শাস্ত্র...