১.
লাল টিপ নারীর সৌন্দর্যের উষ্ণতা ছড়ায়
লাল টিপ পুরুষের মন পোড়ায়
লাল টিপ নারী কে আকর্ষিত করে
লাল টিপ পুরুষের যৌনতা কে পোড়ে।
২.
লাল টিপ নটী নর্তকী পরে
বলো হে ধর্মান্ধ তাতে তোমার কি পোড়ে?
লাল টিপে কেন এ্যাত তোমার জ্বালা
লাল টিপের নারী নারী থেকে ভ্যালা।