তোমাকে কুর্নিশ করি
হে প্রিয় নজরুল
তুমি যদি থাকতে এ ধরায়
মনুষ্য জাতি
করতে না এ্যাত্ত ভুল।
তোমাকে কুর্নিশ করি
হে সাহিত্যের কর্ণধার
তুমি যদি থাকতে এ ধরায়
সাহিত্যের বুকে
নেমে আসত না আধাঁর।
তোমাকে কুর্নিশ করি
হে অন্যায়ের অস্ত্র!
তুমি থাকতে এ ধরায়
গরীব-দুঃখী থাকত না বিবস্ত্র?
তোমাকে কুর্নিশ করি
হে মানবতার দূত
তুমি যদি থাকতে ধরায়
ঠাঁই পেত না মনুষ্য ভুত।
তোমাকে কুর্নিশ করি
হে সত্যের প্রদীপ
তুমি যদি থাকতে এ ধরায়
সত্যের প্রদীপ
হত না নিভ্ নিভ্?
তোমাকে কুর্নিশ করি
কুর্নিশ করি,
হে বিদ্রোহী কবি
তুমি যদি থাকতে ধরায়
পৃর্ব গগনে উদিত হত
ন্যায়-সত্যের রবি?