নদীর অতলে হারিয়ে
গেলে কে তোমায় খুজবে,
দিন থাকিতে
ভাল হয়ে যাও
নতুবা পড়ে বুঝবে!
বেএলেম-আনপাড়হ্ মত
করিও না এমন কাজ,
ভালবাসার রুঠাজমিতে
আবার কর নয়া বীজ চাষ!
দুঃখ নামক ঘোর
অমানিশায় নিজেকে
দিওনা জলাঞ্জলি!
ভালবাসার রুঠা জমিতে
জলদি বীজ বপন কর
বতোর দিন গেল যে চলি?