আগের মতো আর কথা হয় না ফোনে
টুংটাং বার্তা ভাসে না আর ফোন স্ক্রিনে,
আগের মতো আর ঝগড়া হয় না
হাসিতে হাসিতে আর ভাব বিনিময় হয় না।
কি হলো আলেকজান?
কেন হারিয়ে গেল
ভালবাসার প্রাণ?
তুমি নেই তাই শূন্যতা লাগে
নিশি রাত্রে চোখ ঘুম জাগে,
দিন যায় মাস যায় বছর যায়
তবুও তোমার ভাবনায় থাকি হায়!
কি হলো আলেকজান
আমি যেন নস্যি, প্রাণহীন
তোমাতে মনে হয় আমার প্রাণ?
আমি আর পারছি না আলেকজান
কবে যে চির ছুটিতে যাই,
পাচ্ছি যে তুমি হারানোর ঘ্রাণ...