তুমি ছাড়া প্রতিটি দিন কষ্টবার
তুমি ছাড়া কেন দিন সুখবার হয় না।
তোমাকে কবে পাবো হাওয়া
তোমার আমিত্বের প্রেমে পড়েছি
তাই তোমার ভালবাসার আশে লড়ছি...