সে কষ্ট জমা নিবে না
তাই খুব চিন্তায় আছি,
আমি আমার কষ্ট গুলো
ভরাতে চাই তার যোনিতে নাচি নাচি!
সে কষ্ট নিবে না
তার নাকি বিবাহ লাইসেন্স দরকার,
আমার কষ্ট নিতে নাকি বিবাহ লাইসেন্স লাগবে
ধর্মীয় সমর্থন লাগবে।
তাকে কিছুই বললাম না
কারণ সম্ভব নয়,
তাকে ভালবাসা দিতাম
কষ্ট করে বিনিময়।
কষ্ট গুলো জমা রইল লিঙ্গ দন্ডে
হয়তো কেঁদে কেঁদে পরে মিশে যাবে মৃত্তিকায়,
হয়তো হস্তের থাপ্পড়ে - আদরে হবে ক্ষয়
হয়তো কষ্ট গুলো লিঙ্গ দন্ডে ঘুমাবে
যখন পাবে লোক-লজ্জার ভয়।