কষ্ট আমার দয়িতা আমার প্রেমাস্পদা
ও মুখ বুজে সব সহ্য করে নেয়,
প্রতি রাতে ওর সাথে সঙ্গম করি
শত সঙ্গমে কষ্টের কিছু হয় না
তবুও ভালবাসতে আহ্বান জানায়!
প্রতি রাত্র ওর গর্ভে দু- একটি কবিতার ভ্রুণ তৈরি হয়
কখনো সকালে ,কখনো দুপুরে কখনো বৈকালে
কষ্ট প্রসব করে, জন্ম হয় এক একটি কবিতার?
কষ্ট আমার ভালবাসায় পুষ্ট হয়ে, প্রতি রাত্রে গর্ভ ধারণ করে
আর প্রতিদিনে এভাবে জন্ম দেয় দু- একটি নতুন কবিতার
কবিতা আমার সন্তান এবং আমি তার জনক..