হে আমার স্রষ্টা হাওয়া কে পাবো কবে?
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে আমার স্রষ্টা হাওয়া কে পাবো কবে
হাওয়া ছাড়া শান্তি নেই যে এই ভবে,
হে আমার স্রষ্টা হাওয়া কে দাও আমার করে
হাওয়া ছাড়া এই মন প্রেমানলে পোড়ে।

হে আমার স্রষ্টা হাওয়া কে আমার চাই
আমি যেন হাওয়ার ভালবাসা পাই,
হে আমার স্রষ্টা হাওয়া ছাড়া কোন মেয়ের প্রতি নেই টান
হাওয়া যেন আমার নিশ্বাস দেহ- প্রাণ।

হে আমার স্রষ্টা হাওয়া কে লিখে দাও আমার জন্য,
হাওয়া ছাড়া এ জীবন যেন আমার শূন্য।

হে আমার স্রষ্টা হাওয়া কে  চাই ইহকাল- পরকাল
হাওয়া কে না পেলে আমি আত্মা অতৃপ্ত থেকে যাবো চিরকাল....

---
হাওয়া নামক কোন এক নারীর প্রেমে পড়েছিলেন কবি।কিন্তু কোন ক্রমে তার মনের মতো হতো পারেনি...