করোনা কে
করোনা উপহাস,
করোনা ভয়ংকর
পাচ্ছি তার আভাস।
করোনার
লক্ষণ,
করতেছে মোরে ভক্ষণ
জানি না
কবে আসবে আবার শুভক্ষণ।
করোনার দাপট
আমার মাঝে পাচ্ছে প্রকাশ
হাত - পা জ্বলছে
সব লক্ষণ হচ্ছে ফোকাস।
করোনা বিধি মেনে চলো
ধর্মের উপর বিশ্বাস না ফেলে।
করোনা ধর্মের নয়
করোনা বিধি মেনে চলো
নচেৎ করোনা খাবে
তোমায় গিলে.....