করোনা বলে যাচ্ছে
ধার্মিক নও
মানুষ হও
করোনা বলে যাচ্ছে ধার্মিক নও
জ্ঞানী হও
করোনা বলে যাচ্ছে
ধৈর্যশীল হও
আত্মবিশ্বাসী হও
তবে ধার্মিক হও না।
কত ধর্মের
কত বর্ণের
মানুষ ম্লান হচ্ছে করোনার কাছে
কই ধার্মিক ও তার ধর্ম কি পারলো তাকে বাঁচাতে?