মনের পশু কোরবানি না দিয়ে
গুরু-ছাগল কোরবানি দিয়ে কী লাভ?
মনের পশু কোরবানি দাও
নচেত কোরবানি মানেই পাপ।


কোরবানি হোক মানুষের জন্য
কোরবানি হোক অহঙ্কার ঘোচানোর জন্য
কোরবানি হোক সত্য সুন্দরের জন্য
তবেই কোরবানি তোমার জন্য পূণ্য.....