হে অসীম সাহা হে কবিতার দেবরাজ
নৈবদ্য এনেছি তোমার অর্চনা করবো,
কোথায় তুমি কবিতার দেবরাজ
আমার মনে একটু কবিতার দেউটি জ্বালিয়ে দাও
যেন অনন্তকাল জ্বলতে থাকে।
হে অসীম সাহা হে কবিতার দেবরাজ
আমার মনে তোমার মনের শুদ্ধ
চিন্তা করে দাও চাষ।
শুদ্ধ চিন্তা বিলিয়ে দিয়ে যেন আজীবন মানুষের মনে
করতে পারি বাস।
হে অসীম সাহা হে কবিতার দেবরাজ
তিমিরনাশক কবিতার শক্তি দাও,
কবিতা দিয়ে যেন ধংস করতে পারি
অচলায়তন সমাজের সাম্প্রদায়িক চেতনা নাশ।
হে অসীম সাহা হে কবিতার দেবরাজ
তুমি কি শুনছো মোর হাঁক!
নিরাশ করো না আমায় কবিতার বর দাও
লাঘব করে দাও মম মনের দূর্বিপাক।