কি দোষ করেছি আমি
তোমায় ভালবেসে,
এখন আমার রাত কাটে না
দিন কাটে না হেসে।

তোমার জন্য চোখের পানি
ঝরে-ঝর-ঝর,
কেন তুমি আমায় ছেড়ে
করে গেলে পর...