কে তুমি রাজকন্যা কোথা থেকে এসেছো তুমি?
তোমায় দেখার পর
মম প্রেম বৃক্ষ পল্লবিত হয়েছে,
প্রেম কাননে গোলাপ,হাঁসনাহেনা- জুই ফুটেছে
অলিদের গুঞ্জনে মাতোয়ারা প্রেম কানন?
.
প্রেম বিহঙ্গের গলায় আজ আওয়াজ ফুটেছে
আমার প্রেম রাজ্যের প্রজারা উল্লাসিত,
প্রেম রাজ্যের উজিরে আযম,সেনাপতি,পাইক-পেয়াদা
সবার মুখে হাসি ফুটেছে?
.
কে তুমি রাজকন্যা ?
দৈবাৎ কেন এমন হচ্ছে আমার প্রেম রাজ্যে
তোমার মাঝে কি কোন দৈব শক্তি আছে হে রাজকন্যা
তোমায় দেখার পর থেকে
আমার প্রেম রাজ্যে এমন হচ্ছে কেন?
.
তুমি কি ইন্দ্রজাল করেছো আমার প্রেম রাজ্যে
বলো হে রাজকন্যা
নিশ্চুপ থেক না,
তোমায় ভেবে ভেবে আমার চিন্তার জগৎ অস্থির
আমি প্রেম রাজ্যের বাদশা হয়েও তোমায় চিনতে পারছি না
কে তুমি রাজকন্যা?
.
আমি তোমার বশ্য হয়ে গেছি হে রাজকন্যা
জারিজুরি করো নাকো,
বলে দাও কে তুমি
তুমি কোন রাজ্যের রাজকন্যা।
.
তোমার সৌন্দর্য নিয়ে আমার প্রেম রাজ্যে
প্রজাদের মাঝে উৎকন্ঠা বেড়েই চলছে হে রাজকন্যা,
আমার বিমর্ষতা কে দূর করে দাও
নচেৎ আমায় জ্বালিয়ে পুড়িয়ে দাও
তবুও বলে দাও কে তুমি রাজকন্যা?
.
উৎসর্গঃ এ্যাডভোকেট রিতু ম্যামের প্রতি
.
বিশেষ দ্রষ্টব্যঃ এ্যাডভোকেট রিতু ম্যাম কে প্রচন্ড লাইক করি....ভাললাগার কথা তাকে না বলাই শ্রেয়....ভাললাগার কথা বলে বন্ধুত্ব হারাতে চাই না....
বন্ধু হয়ে থাক,,,,এ ব্যাপারে আমার মৃত্যু পরবর্তীতে কেউ গবেষণা করবেন না......
.
রচনাকালঃ
১২/০৪/২০১৮
৯:০২-৯.২৩ এম।