কেশবতী মেয়ে খুঁজে চলছি ভাই
কেশবতী মেয়ে যে কোথাও নাই
আমার চোখে পড়ে না কেশবতী মেয়ে
যদি একটা পড়ে থাকি অপলক দৃষ্টিতে চেয়ে।
কেশবতী মেয়ে করি খুব পছন্দ
কেশবতী মেয়ে আমার মনের ঠিক রাখে ছন্দ।
কেশবতী মেয়ে কে করবো ঘরের রাণী
কেশবতী মেয়ে কপালে কি আছে তা নাহি জানি।
কেশবতী মেয়ে দেখতে লাগে ভালো
কেশবতী মেয়ে মনে ফুটাবে ভালবাসার আলো,
কেশবতী মেয়ে ছাড়া চাই না কিছু আর
কেশবতী মেয়ে ছাড়া এ জীবনে নামবে আঁধার।