আমি যদি খেলটু হইতাম
ভাঙ্গা বাড়ি করতাম পাকা!
দেশের ভাবমূর্তি উজ্জ্বল হইত
ঘুরতে মোর ভাগ্যের চাকা?
নারী পাইতাম গাড়ি পাইতাম
পাইতাম লক্ষ-কোটি ফ্যান!
আমার সঙ্গে কত জনে সেলফি উঠাইত
অটোগ্রাফের জন্য করত ঘ্যান ঘ্যান।
মিডিয়া আমায় নিয়ে দিন-রাত করত হৈ চৈ
কিন্তু,আমি জলরঙ্গের কবি
সত্যিকারের খেলটু যে নই???
২.১১.২০১৬
বামনডাঙ্গা,গাইবান্ধা।