কেমন যাচ্ছে দিন প্রিয়তমা
যাচ্ছে কি ভালো নাকি আধাঁর কালো,
কেমন আছো খুব সুখে
নাকি কাঁদো কারো দুঃখে।
কেমন যাচ্ছে দিন প্রিয়তমা
নিজের কি খেয়াল রাখো ঠিক,
নাকি কাজের চাপে
হারিয়েছো জীবনের দিক।
কেমন যাচ্ছে দিন প্রিয়তমা
বিবাহে তোমার শান্তি জমা,
একা থেকো না আর
বিবাহ করো গড়ে তুলো সুখের সংসার।