তোমাকে ভাবলেই শরীরে ফোটে যৌবনের খই
তোমাকে ভাবলেই পুলকিত হই
তোমাকে ভাবলেই হিতাহিতজ্ঞান পায় লোপ
তোমাকে ভাবলেই যৌবন করে বিক্ষোভ।

তোমাকে ভাবলেই হয়ে যাই পাগলা ঘোরা
তোমাকে ভাবলেই যৌবন দন্ড দেয় লারা।
তোমাকে ভাবলেই পাই  সকল সুখ
তোমাকে ভাবলেই ঘুঁচে যায় মনের সকল দুঃখ।


তোমাকে ভাবলেই সাহস আসে মনে
তোমাকে ভাবলেই হারিয়ে যাই শান্তির বনে।
তোমাকে ভাবলেই ভালবাসা ঝড় মনে বয়
তোমাকে ভাবলেই সকল ঝামেলার হয় ক্ষয়।