যৌবনের জোয়ার আসে সবার মাঝে
আবার যৌবন চলে যায় বয়সের লাজে,
যৌবনে জোয়ারে করো সকল কাজ
যৌবন চলে গেলে সকল কাজে আসবে হতাশ।
যৌবনের জোয়ারে সকল কাজের আনো গতি
যৌবন জোয়ার মানুষের সেরা জ্যোতি।
যৌবন জোয়ারে টেকে না কোন বাঁধা
যৌবন জোয়ারে বসে থাকলে তুমি গাধা।