জাতে জাতে জাতা-জাতি কবে হবে শেষ
কবে কমবে জাত নামক বিভক্তির তেজ?
আমরা মানুষ আমাদের আবার জাত হয়
জাতের ফাঁদে পড়ে মানুষের আমিত্ব ক্ষয়।
আমরা মানুষ, জাত নিয়ে কিসে করি দম্ভ
জাত মানুষের মাঝে বিভক্তির ভূমিকম্প।
জাতের সিল নিয়ে এসেছি কি এই ধরায়
তবে কেন জাত-পাত মানুষ কে পোড়ায়?
আমরা মানুষ জাত-পাত কবে যাবো ভুলে
জাত-পাত নাই মানুষ সৃষ্টির মূলে,
জাত-পাত দ্বন্দ্ব বাড়ায় মনুষ্যত্বের গুণ তাড়ায়
জাত-পাতের লড়াই শেষ হবে কবে
জাত-পাতে থাকলে মানুষ শান্তি কভু নাহি পাবে।
জাত-পাতে মানুষের হয় না শুদ্ধি
জাত-পাত খায় মানুষের বুদ্ধি,
জাত-পাত যতদিন থাকবে মানুষের মাঝে
মানুষ ততদিন মানুষ নয় মানুষ হলো বাজে.....