জানি না কেন ভুলে থাকা দায়?
সহস্র বাক্য তোমায় চায়....
কখনো রাতে ঘুমে
তোমায় চুমি,
কখনো ভাবি
তুমি আমার স্বপ্নভূমি।
চাইবো না তোমায়
মন চাইবে যত,
হয়তো শত রজনী
তোমার ভাবনায় হবে গত।
চাইবো না তোমায়
যদিও শত কবিতায় হবে কথা,
তোমাকে চাইবো না কিছুতেই
হোক যত মনে ব্যথা.....