আমি ঈশ্বর বিশ্বাসী
ধর্মে কেন জানি ভয়,
আমার মনে হয়
ধর্মে মনুষ্যত্বের লয়।
আমি ঈশ্বর বিশ্বাসী
ধর্ম নানান শঙ্কা,
ধর্ম শুধু মানুষের মনে
বাঁধায় বিভেদ-ডঙ্কা।
আমি ঈশ্বর বিশ্বাসী
ঈশ্বরের বর পুত্র,
আমি শুধু বুঝি
মানুষের মাঝে ধর্মটাই বিভেদ সূত্র।
আমি ঈশ্বর বিশ্বাসী
আমি খুঁজি না মানুষের জাত,
মানুষ বেঁচে থাকুক মানবতায়
সকল ধর্ম নিপাত যাক.....