হে ঈশ্বর তুমি অবিমৃষ্যকারী
এ্যাত্ত ধর্ম এ ভূলোক সৃষ্টি করলে কেন
কেন মনুষ্যের ধর্ম নিয়ে আজ মারামারি
তুমি ঈশ্বর করলে ক্ষমতার বাড়াবাড়ি?
তুমি অবিনশ্বর - অমিয়
তোমার কোন তুলনা নেই,
কেন ভূলোকে ধর্ম নিয়ে মারামারি
তোমার কি কোন চিন্তা নেই?
আমায় হয়তো ভাবতে পারো তোমার অরি
মুহূর্তেই মম জীবন নিতে পারো,
করতে পারো নরকের খরি?
তুমি হয়তো অসোয়াস্তি বোধ করছো
ফেরেস্তা পাঠিয়ে আমায় শাস্তি দেওয়ার
পণ করছো?
আমার আকিদা লোপ পাইনি ঈশ্বর তোমার
প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে?
আমি তো দেখছি তুমি নাটেরগুরু
তোমার থেকে এ ভূলোকে
ঝগড়া- ঝঞ্ঝাট শুরু?
আমার প্রতি আক্রাশ করো না ঈশ্বর
আমি তো তোমারি দাস,
দাস হয়েছি বলে আমার কি
একটু বলার নেই কি আশ?
আক্কেলগুড়ুম ভাবতে পারো
হয়তো আমার মস্তিষ্কে কিছু দাওনি,
যাইহোক ঈশ্বর আত্মারাম খাঁচাছাড়া
করিও না
পারলে একটু রহমত দিও?