আই লাভ ইউ
শব্দ শুনলে বুকের মাঝ
করে ধুক! ধুক!
আই লাভ ইউ শব্দের মাঝে
লুকায়িত করা আছে
দুঃখ-বেদনা-সুখ।

আই লাভ ইউ শব্দটি
সবার মনের মাঝে আছে সমান ভাগে!
গরিব-কৃষক,কামার,কুমোর হলেও
তাদের মাঝে একটু খানি জাগে।

ধনী-গরিব সবার কাছে
একটি প্রিয় নাম,
বিশ্বের সকল মানুষের কাছে
এই শব্দটি কোটি টাকার চেয়েও দাম?