আমি ভীরু নই কাপুরুষ নই
কাল সর্প নই!
আমি তোমার প্রেম বাগিচার মৌমাছি
তোমাকে ভালবেসে যদি কালান্তের মত
কলঙ্করেখা বইতে হয়
তবুও আমি রাজি।


আমি শুধু তোমাকে চাই
আমি শুধু তোমাকে ভালবাসতে চাই
আমি শুধু তোমার স্পর্শ পেতে চাই
আমি শুধু তোমার বাঁকা চাঁদনী মুখ খানা
দেখিতে চাই?

তোমাকে দেখা তন্মাত্র আবার বক্ষে
ভালবাসার স্ফুলিঙ্গ প্রজ্বলিত হয়,
তুমি চাইবে না যে আমার জীবন
মহা তমসাচ্ছন্ন নেমে আসুক।

হে মনোহারিণী কন্যা
তোমার হাতে আমার জীবন
অর্পণ করে দিয়েছি!
কখনো মুখভ্রষ্ট হয়ে বলিও না যে
আমি তোমায় ঘৃণা করি।


তুমি আমায় তোমার মোহডোরে
জাগয়া দিও,স্থান দিও
হতাস করিও না
তোমাকে আজীবন যুবজানি করে রাখব।


হররোজ তোমার দর্শন লাভের আশে কলেজের বারান্দায় চেয়ে থাকি,
পাষাণস্তূপ হয়ে দাঁড়িয়ে থাকি
কিছুই বলতে পারি না।


শত বার বীর দর্পে তোমার সম্মুখে
আসতে চেয়েছিলাম
কিন্তু পারি নাই!
কারণ,এখনো নির্লজ্জর খাতায় নাম
লিখতে পারি নাই?