পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে
মস্তিষ্ক অবধি দিতাম আমি ছুঁয়ে,
চুমে চুমে তোমার লাজ- শরম
দিতাম আমি ক্ষুয়ে।
চুমু'র বড্ড হরতাল
তোমায় ছুঁইলে ঘুচবে সব জঞ্জাল,
চুমুর রোগ তুমি
চুমুর রোগ সারাতে লাগবে তোমার দেহ ভূমি।
চুমু গুলো কে কবে করবে আপন
শতকোটি চুমু তোমায় পেতে করেছে পণ,
চুমু গুলো কে জায়গা দাও রাখো না দূরে
একবার চুমুর ঝড়ে বিধ্বস্ত হলে রাখবে বুক ভরে...