হে পুরুষ
তোমার মনস্তুষ্টি লাভের আশে
নিতম্ব ঝুলিয়ে রাখিতেছি!
মাজা দুলিয়ে হাটিতেছি।

হে পুরুষ!
তোমার মুমূর্ষু মনের মূর্ছনা দূর করবে বলে
আমার উদর খিল-খিল হাসিতেছে।
যোনীপথে নহর ধারা প্রবাহিত হওয়ার উপক্রম।

হে পুরুষ
তোমার দূষ্টির গোচরে আসিবার জন্য
বারংবার নূপুরের নিক্কন তৈরি করি,
একবার হলেও আমায় হেরিবে।

হে পুরুষ
তোমার সঙ্গ লাভের আশে
বুক,পিঠ খোলা রাখি তুমি আসবে
আলতো করে চুম্বন করিবে।

হে পুরুষ
তোমার মোহডোরে
আমায় জায়গা দাও!স্থান দাও!
আমি আ-জীবন কামনার অনলে
তোমায় প্রজ্বলিত রাখব?

৩০.৮.২০১৬
সময়:১১.৩০-১১.৫৮