হে প্রিয় বাংলা কবিতা.কম
আমায় স্বাধীনতা দাও,
মুক্ত মনে লিখতে দাও
আমাকে অচলায়তন সমাজের দ্বার
ভাঙ্গতে দাও।
হে প্রিয় বাংলার কবিতা. কম
ধর্মান্ধ মানুষদের বিরুদ্ধে
লড়তে দাও
আমি আস্তিক হই
আর নাস্তিক হই
আমি যেন ধরাবাঁধা
নিয়মে না রই।
আমি তোমার কবি পুত্র
ভালো হই বা মন্দ হই
আমি যেন
সতত তোমার ছায়ায় রই।
আমার কণ্ঠস্বর করো না রোধ
কবিতা ব্যান দিয়ে নাকাল করে
প্রকাশ করো না নিজের সাম্যের বোধ।
ধর্মান্ধ,অর্বাচীন এর রোষে
আমার কবিতার প্রোটোপ্লাজম
নষ্ট করো না।
আমি আমার স্বাধীনতা চাই
সকল বৈপরীত্য দাও রুখে
অসুরদের ভরাডুবি হলে
আমার কবিতা স্টিমরোলার চলবে না
ধর্মান্ধের দিকে।
আমি স্বাধীনতা চাই
কবি হিসাবে হোক
মানুষ হিসাবে হোক
নাস্তিক হিসাবে হোক।
আমার স্বাধীনতা দিলে বুঝবো
হে প্রিয় বাংলা কবিতা. কম তুমি আসল বোদ্ধা
আর আমি কবি যোদ্ধা...
( আমি বাংলার কবিতা. কম ব্লগে নিয়মিত লিখি সেখানে ২২৮৬ টা আমার কবিতা আছে। সেখানে নিয়মিত লিখি....
সেখানে স্বাধীনতা ছিল বর্তমান সাইটির আধুনিকায়ন কাজ করার প্রক্রিয়া চলছে হয়তো আবার সেখানে ফিরবো আমার ৪ টা কবিতা নিষিদ্ধ প্রিয় বাংলা কবিতা.কম সাইটে আমি হয়তো আর লিখতে চাইলেও পারবো না.....
ভাল থাকবেন সবাই )