নারী কিসে ধর্ষণ হয়
হে বঙ্গবাসী,
পশ্চিমা নারী তো ধর্ষণ হয় না
নগ্নতা যে তাদের শশী।

নগ্নতা কে আওভান জানাও
হে বঙ্গ নারী,
নগ্ন হল সতীত্ব পাবে
কিসে থাক ঘাপটি মারি?

নগ্নতা কে ভগ্ন ভেবে
যারা দেখায় দাঁতের বাজ!
দিনে হুজুর
রাতের বেলায় ওরায় করে অকাম-কুকাজ।

নগ্ন! নগ্ন! নগ্ন!
নগ্ন হলে কি দোষ,
পর্দা পড়ে চলেও নারী
পথে-ঘাটে কি দোষে হয় শোকজ?

নগ্নতার স্ফুলিঙ্গে
জ্বালিয়ে দাও পুরুষের নেত্র!
নগ্ন হয়ে চললেও পুরুষ
যেন পায় না ছুঁইবার ক্ষেত্র।

নগ্ন! নগ্ন! নগ্ন!
হে নারী প্রত্যেক পুরুষের
রন্ধে রন্ধে পৌঁছে দাও
নগ্নতার ঘ্রাণ!
পুরুষ পুরুষে থাকবে
থাকবে না যৌনতার শান?

১১.১০.২০১৬