হে ধর্ম
তুই চলে যা মানুষের থেকে,
তোর জন্য মানুষের মাঝে
ধর্ম রোগ উঠেছে জেগে।
হে ধর্ম
বহুত করেছো মানুষের ক্ষতি,
তোর লোভে মানুষ
হারিয়েছে মনুষ্যত্বের জ্যোতি।
হে ধর্ম
মানুষ কে দে মুক্তি,
মানুষের মাঝ থেকে চলে
যাক জাত-পাতের চুক্তি।
হে ধর্ম
তোর অপকর্ম
কর এবার বন্ধ,
মানুষের মাঝ থেকে
চলে যাক সকল বৈষম্য দ্বন্দ্ব....