হে ধার্মিক যদি পারো
মানুষ হও,
গাঁ থেকে মুছে ফেলো
ধর্মের বাও।

হে ধার্মিক
ধর্ম কি?
তুমি মানুষ
ধর্ম তো পাগল,মূর্খদের ছি! ছি! ছি!

মানুষ আগে
না ধর্ম আগে?
ধর্মে তো
বিভেদের দেয়াল জাগে।

হে ধার্মিক
মানুষ হও,
স্বাধীনতা
মুক্তির কথা কও।

বাইবেল,ত্রিপটক,কোরআন
গীতা
স্বর্গের বাণীতে
পরিপূর্ণ তাছাড়া
আর আছে কিতা?

হে ধার্মিক
মানুষ হও,
কাঠমোল্লা,পুরোহিত, যাজক,পাদ্রী
এসবের পথ ভুলে যাও।

হে ধার্মিক
পারলে মানুষ হও....


[ বিশেষ দ্রষ্ট্রব্যঃ কোন ধর্ম কে কটাক্ষ করছি না, আমি প্রত্যেক ধর্ম কে সম্মান করি,  ধর্মীয় উগ্রবাদী ব্যক্তির বিরুদ্ধে লেখা, ধর্মের নিগড়ে বন্দি মানুষ কে মুক্ত হওয়ার জন্য আহ্বান করেছি]