হাওয়া তোমার লাইসেন্স প্রাপ্ত প্রেমিক হতে চাই
যে হাওয়াতে মিশে গেলে  নষ্ট বলার সুযোগ নাই।
হাওয়া তোমার লাইসেন্স পাওয়ার অপেক্ষায়
যে লাইসেন্স পেলে বইতে পারবো তোমার সকল দায়।


হাওয়া তুমি কাউকে দিয়েছো ভালবাসার লাইসেন্স?
যে তোমাকে ভালবাসার ছোঁয়ায় তোমার
ব্যস্ত জীবনের ঝঞ্ঝা করবে চেঞ্জ?

হাওয়া জানি না হবে কি কখনো
তোমার  লাইসেন্স পাওয়া?
যে লাইসেন্স পেলে
তোমার ভালবাসা যাবে সতত পাওয়া...