হাওয়া রোগে আক্রান্ত
তাই হাওয়া হাওয়া করি,
হাওয়া ছাড়া জীবন যেন
দেহ থেকে যাবে ছাড়ি?
কিছুই ভালো লাগে না
হাওয়া কে ভাবি,
ঘুমে হাওয়ায় যৌবন পুকুরে
খাই খাবি।
হাওয়ার কাছে মনের যে কি চাওয়া
হাওয়ার কাছে ভালবাসা যাবে কি পাওয়া!
হাওয়া কে ভেবে বাড়ছে মনের ক্লান্তি
হাওয়া কে পেলে হয়তো মনের হবে শান্তি....