গুজবের ফ্যাক্টরি বাংলাদেশ
হরেক রকম গুজব তৈরি হয়
গুজবের নেই শেষ।
পেঁয়াজ গুজব
চাল গুজব
লবণ গুজব
মরিচ গুজব
ছেলেধরা গুজব
আরো শত শত গুজব তৈরী হয়
বাংলাদেশের বুকে
এই গুজব বাঙালি মানুষ কে
থাকতে দেয়না সুখে।
গুজবের ফ্যাক্টরি বাংলাদেশ
গুজব তৈরিতে সেরা,
গুজব নিবেন ভাই গুজব
গুজব নিন
রপ্তানি করুন বিশ্বে
ভ্যাট ছাড়া.....