মাঝে মাঝে মনে হয় বেঁচে আছি কেন
গরিব লোক বেঁচে থাকা অভিশাপ যেন,
জন্ম লগ্ন থেকে পাচ্ছি না কোন শান্তি
অপরের কাজ করে সর্বদা পাচ্ছি শুধু ক্লান্তি।
খেটেই মরছি পাচ্ছি না নায্য দাম
শরীরের রক্ত পানি হচ্ছে বের হচ্ছে নোনতা ঘাম।
কই দেখলাম না কোন গরিব গড়ছে অট্টালিকা
গরিব লোক খেতেই পারে না স্বপ্ন যেন প্রহেলিকা।
গরিব লোক বেঁচে থাকে কি জন্য
দুমুঠো ভাত খেতে পারে না সবসময় দৈন্য,
গরিব লোক রক্তচোষা মানুষের আশীর্বাদ
গরিব লোক রক্তচোষা কে দেয় ধনীর স্বাদ।
গরিব লোকের নেই কোন আশা
গরিব লোক সর্বদাই যে চাষা,
গরিব শুধু খেটে- খুটে ধনীর বাড়ায় ধন
গরিবের সঙ্গী দুঃখ - কষ্ট আর ক্রোন্দন।