গোল্ড ডিগার মেয়ের
ফিগার খুব ভালো,
যদি এদের চাও
টাকার বস্তা ঢালো।
গোল্ড ডিগার মেয়ের
নেই যে কোন ভালবাসা,
যে ছেলের টাকা আছে
তারে মনে বাঁধে বাসা।
গোল্ড ডিগার মেয়ে
বোঝে শুধু টাকা,
তোমায় খেয়ে ছেড়ে দিবে
পকেট করবে ফাঁকা।
গোল্ড ডিগার মেয়ের
নেই ভালো মন,
টাকা যার আছে
সঙ্গী হয় তার তখন।
গোল্ড ডিগার মেয়ে
সাময়িক দেয় সুখ,
গোল্ড ডিগার মেয়ে
আজীবনের দেয় দুঃখ।