গীবত করা নয় তো ভালো
গীবত করা ক্ষতি
গীবত কেড়ে নেয়
মনুষ্যত্বের জ্যোতি।
গীবত করা মহাপাপ
গীবত কারী'র নেইতো মাফ
গীবত মনোমালিন্য ঘটায়
গীবত ঝগড়া - ফাসাদ রটায়।
গীবত করা বন্ধ করি
ইসলামি অনুশাসনের ধ্বজা ধরি,
গীবত করে যারা
ইহকাল - পরকাল শান্তি পাবে না তারা।