গরীব গরীব থাকে
হয় না কখনো ধনী,
গরিব হলো ধনীর
সোনার খনি।

গরীবের কষ্ট
ধনীর সুখ,
ধনীর সুখ
গরীবের দুঃখ।

গরীব হয়
সরল মানুষ,
ধনী হয়
বাটপার মানুষ।


গরীব সততার চিহ্ন
ধনী হিংস্রতার চিহ্ন।