বড় ভাই চলে গেল ছোট্ট ভাই চলে গেল
পাষাণ শহর ঢাকায়।
রুম গুলো তাদের  খাঁ খাঁ করছে
তাদের স্মৃতি যেন আমায় ডাকায়।

ছোট্ট থেকে বড় হলাম
একসাথে করতাম কত আনন্দ,
মাঝে মাঝে ভাইদের সঙ্গে
ছোট্ট বিষয় নিয়ে করতাম কত দ্বন্দ্ব।

ভাইয়েরা আজ নেই বাড়িতে
পাচ্ছি না মনে শান্তি,
বাড়িতে ঢুকতে গেলে সব ফাঁকা লাগে
মনে চলে আসে ক্লান্তি।


ভাইদের সঙ্গে আবার কবে হবে দেখা
ভাই ছাড়া ভালো লাগে না যেন আমি ভীষণ একা
ভাই যখন থাকে তখন বুঝি না ভাইয়ের মর্ম
ভাইয়ের জন্য মন কাতর ভালো লাগছে না কোন কর্ম।