কাল্টি,ধল্টি,মোটকি,বুড়ি
সব ম্যাইয়ার কি ভাব!
ম্যাসেন্জারে একটু নক দিলে
আহা কি যে উত্তাপ।

যদি একটু খানি নিতে চাই
পরিচয়
বলে চ্যাটে আমার অনেক ছেলে
মন করতে চাচ্ছে আমার জয়।

যদি একটু নিতে চাই প্রেমের খবর
আরে ভাই বাদ দেন
শত ছেলে নক দিচ্ছে আহা্ কি বগর-বগর!

মেয়েদের ভ্যাবের ঠেলার নাইকো শেষ
একটু যদি সন্দরী বলেন
দেখায় যৌবনের তেজ।

ফেসবুকে মেয়েদের কাছে প্রেমের নাই দাম
কোনটা থেকে কোন ছেলের মনের ভিতর যাম।
ফেসবুক মেয়েদের মনের পরিবেশ হলো সস্তা
শত ছেলের সঙ্গে নস্টি- ফস্টি আছে প্রেমের বস্তা।

.
ফেসবুক নিয়ে কবিতা