ইংরেজি শিখতে গিয়ে
ইঙ্গবঙ্গ হয়েছে বাংলাদেশ,
ঈঙ্গিত ভালো না
ইকড়িমিকড়ি ভাষা আজ মনে
ইচ্ছাকৃতভাবে বাংলা কে পাঠাচ্ছি যমে।
ইজমালি বাংলা ভাষা
ইঞ্জিনিয়ার, ডাক্তার বিদেশি স্বপ্নে ঢাকা,
ইজারা নিয়েছি ইংরেজি ভাষা
ইস্ আমরা বড্ড সর্বনাশা।
ইতরভাষা ইংরেজি
ইনসান হয়েও না বুঝি,
ইন্দ্রিয়দোষ আছে?
ইষ্টদেবতা যে পাশে!
ইউরোপীয় ভাষা যাই ভুলে
ইয়ত্তা করে দেখ
ইংরেজি ভাষা নেই আমাদের মূলে....