ঈদ যেন মানুষের হয়
ঈদ যেন ধর্মের না হয়,
ঈদ মানুষের হলে
ধর্মের হবে জয়।
ঈদ যেন মানুষের হয়
ধর্মের না হয়,
ধর্মের ঈদ হলে
মানুষের হবে পরাজয়।
ঈদ যেন মানুষের হয়
ঈদ মানুষের হলে
ধর্মের সঙ্গে ধর্মের
যুদ্ধ হবে লয়।
ঈদ যেন মানুষের হয়
ঈদ একটি ধর্মের থাকলে
মানুষের সজ্ঞার হবে ক্ষয়
তাই বলি- ঈদ যেন মানুষের হয়।