দুখিনী মা…
আর কত দেখবো তোমার কষ্ট,
আমি তোমার ছেলে হয়েও পারি না
তোমার কষ্ট করতে নষ্ট।
দুখিনী মা…
আর কতকাল দেখবো তোমার কষ্ট,
দৈন্যদশা যে আমায় করছে আড়ষ্ট।
দুখিনী মা…
শত কষ্ট বুকে নিয়ে করো কেন মোরে আদর
তোমার ভালবাসা করছো যে মম প্রাণ কাতর।
দুখিনী মা…
কবে তোমার দুঃখ করব আমি লাঘব,
আর কবেই আমি হবো এ বিশ্বের রাঘব।