হুজুরদের কান্ড দেখে পায় শুধু হাসি
ধর্ম নিয়ে কর্ম নাই,
টুপির তলে শয়তান নিয়ে করে নাচানাচি।
শিয়া- সুন্নী
ঘৃর্ণা - ঘূর্ণি,
চরমোনাই পীর - ছাগু পীরের ফোঁসফোঁসানি
ধর্মশীলা দলের যৌবন নিয়ে টানাটানি
জাকির নায়েক,দেওয়ানবাগীর
ছবি বিকৃত নিয়ে হানাহানি
ধর্ম নিয়ে কর্ম নাই গীবত নিয়ে কানাকানি।
কওমী হুজুর- তেঁতুল হুজুরের
প্যান প্যানানি,
রাস্তা অবরোধ, বিক্ষোভ
ধর্মের ভিত্তি ঠিক না করে
ঘ্যান ঘ্যানানি।
হুজুররাই ইসলাম ধর্মের বাজাইছে রারোটা
নিজের ভিত্তি ঠিক না করে,
ধর্ম কে ১৪ ভাগ করে
খায় লুচ্ছার পরোটা?
হুজুররা মানুষ না হয়ে
করতেছে শয়তানের লালন,
ওরাই নাকি ধার্মিক
ধর্ম করে নাকি পালন?